বরিশালে সড়ক দুর্ঘটনায় উপসচিব ফরহাদ হোসেন নিহত
বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্যাদারহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি মীরগঞ্জ ফেরিঘাট থেকে থ্রি-হুইলার (মাহিন্দ্রা আলফা) যোগে মুলাদী সদরের উদ্দেশে রওনা হয়েছিলেন।


মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, থ্রি-হুইলারটি প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছে পৌঁছালে একটি কুকুর হঠাৎ সামনে চলে আসে। চালক দ্রুত ব্রেক চাপলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ড. ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান।
তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ড. ফরহাদ হোসেন মারা যান।
উল্লেখ্য, ড. ফরহাদ হোসেন শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।