যুব এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে আজিজুল হাকিমের দল।

২০২৩ সালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলতে নামবে টাইগার যুবারা।

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা মিলে শিকার করেন ৬টি উইকেট।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। এছাড়া অধিনায়ক সাদ বাইগ ১৮ এবং মোহাম্মদ রিয়াজুল্লাহ ২৮ রান করেন। তবে বাকি ব্যাটাররা এক অংকেই থেমে যান।

অধিনায়কের অনবদ্য ব্যাটিং
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার কালাম সিদ্দিকি (০) ও জাওয়াদ আবরার (১৭) আউট হয়ে যান। তবে তৃতীয় উইকেটে আজিজুল হাকিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

শিহাব ২৬ রান করে ফিরে গেলেও অধিনায়ক আজিজুল হাকিম ছিলেন অপ্রতিরোধ্য। ৪২ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলে তিনি দলকে সহজ জয় এনে দেন। রিজান হোসেন ৫ রান নিয়ে অপরাজিত থাকেন।

Nagad

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন ভারতের কঠিন চ্যালেঞ্জ। এবারও শিরোপা ধরে রাখতে নিজেদের সেরা খেলাটা দিতে হবে আজিজুল হাকিম তামিমের দলকে।