কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনার পর ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে ওই দুই মিশনের প্রধান কূটনীতিককে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কলকাতার ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান দেশে ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকেও দ্রুত ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা থেকে ঢাকায় ফিরে শিকদার মো. আশরাফুর রহমান বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে কলকাতার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইভাবে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকার পথে রয়েছেন।

সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি ও আরও কয়েকটি সংগঠনের সদস্যরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং মিশনের প্রাঙ্গণে ভাঙচুর চালায়।

বাংলাদেশের প্রতিক্রিয়া
হামলার পরপরই আগরতলার মিশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারত সরকারের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই কূটনীতিককে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Nagad