মুক্তির প্রথম দিনেই অনলাইনে ফাঁস ‘পুষ্পা-২’
দক্ষিণী সিনেমার বহুল প্রতীক্ষিত সিকুয়েল ‘পুষ্পা-২: দ্য রুল’ আজ (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পরপরই দর্শকদের মাঝে সাড়া ফেললেও কয়েক ঘণ্টার মধ্যেই এটি অনলাইনে ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সংবাদসূত্রে জানা যায়, সিনেমাটি টরেন্টসহ বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে এইচডি ভার্সনে পাওয়া যাচ্ছে। ইবোমা, মুভিরুলস, নাইন এক্স মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী এবং জয়সা মুভিজের মতো প্ল্যাটফর্মগুলোতে সিনেমাটি ফাঁস হয়েছে।


সুকুমার পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনের সকাল ৮টার মধ্যেই এটি ২১.০৮ কোটি রুপি আয় করেছে। সিনেমার জন্য অগ্রিম টিকিট বুকিংও ছিল রেকর্ড সংখ্যক। মুক্তির ১০ ঘণ্টার মধ্যেই প্রায় ৫৫ হাজার টিকিট বিক্রি হয়।
পাইরেসি নিয়ে কঠোর আইন থাকা সত্ত্বেও এমন ঘটনা নতুন নয়। ২০১৩ সালে ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে সংশোধন এনে পাইরেসি প্রতিরোধে শাস্তি কঠোর করা হয়েছে। এই আইনের অধীনে পাইরেসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ৩ লাখ টাকা জরিমানা এবং সিনেমার মোট খরচের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা দেওয়ার বিধান রয়েছে।
এর আগেও লাল সিং চাড্ডা, লাইগার-এর মতো সিনেমা এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। পাইরেসির কারণে সিনেমা নির্মাণ খাত প্রায় ২৫-৩০ শতাংশ ক্ষতির মুখে পড়ে।
এবারের ঘটনা সিনেমাটির বক্স অফিস সাফল্যের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দর্শকদের অনুরোধ জানানো হচ্ছে, সিনেমাটি শুধুমাত্র বৈধ উপায়ে উপভোগ করার জন্য।