বিলবাওয়ের কাছে হেরে বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ১-২ গোলের ব্যবধানে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে।
বাংলাদেশ সময় বুধবার (৪ ডিসেম্বর) রাতে বিলবাওয়ের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকত কার্লো আনচেলত্তির দল। তবে হারের পর ১৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৩৩, যেখানে বার্সেলোনার পয়েন্ট ৩৭। অন্যদিকে বিলবাও ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।


ম্যাচের শুরুতে বলের দখল ধরে রাখলেও রিয়াল সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি তারা। বিরতির পর গোলের জন্য মরিয়া দুই দলই আক্রমণ শানায়। ৬২ মিনিটে আলেসান্দ্রো রেমিরোর গোলে এগিয়ে যায় বিলবাও। রিয়াল সমতা ফেরায় ৭৮ মিনিটে, জুড বেলিংহামের নিখুঁত শটে।
তবে এক মিনিট পরই ফেডেরিকো ভালভার্দের একটি পাস বিলবাওয়ের গোরকা গুরুজেতা ধরে নিয়ে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন। ৮০ মিনিটে গুরুজেতার সেই গোলই রিয়াল মাদ্রিদের পরাজয় নিশ্চিত করে।
এদিনও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ভিনিসিয়ুস। রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহামের ওপর দায়িত্ব থাকলেও তারা দলকে জয়ের পথে ফেরাতে ব্যর্থ হন। বিলবাওয়ের মাঠ থেকে খালি হাতেই ফিরেছে রিয়াল।