অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে
মাত্র তিন মাস ক্ষমতায় থাকার পরই অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থা ভোটে ৩৩১ জন আইনপ্রণেতা তার সরকারের বিপক্ষে রায় দেন।
এ ঘটনায় প্রধানমন্ত্রী বার্নিয়ে শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি গণমাধ্যমে এটি ১৯৬২ সালের পর প্রথমবারের মতো কোনো সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।


বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসে বিতর্কিত বাজেট বিল নিয়ে। বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টের ভোট ছাড়াই বিল পাস করায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। প্রস্তাবিত বাজেটে ৬ হাজার কোটি ইউরো কর বাড়ানো এবং সরকারি ব্যয় কমানোর পরিকল্পনা ছিল, যা ৬৭ শতাংশ জনগণের বিরোধিতার মুখে পড়ে। প্রধান বিরোধী দল ন্যাশনাল র্যালি এবং বামপন্থি দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।
অনাস্থা ভোটে পরাজয়ের পর বার্নিয়েরকে পদত্যাগপত্র জমা দিতে হবে এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবেন।
প্রসঙ্গত, ফ্রান্সের ডানপন্থি রিপাবলিকান দলের প্রবীণ নেতা মিশেল বার্নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে রাজনৈতিক বিভাজনের কারণে তার মেয়াদ দীর্ঘ হয়নি।