বাংলাদেশকে দুর্বল ভাবার সুযোগ নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “বাংলাদেশকে দুর্বল, নতজানু বা শক্তিহীন ভাবার কোনো সুযোগ নেই। সবার ওপরে দেশ—এই আদর্শ থেকে আমরা কখনো বিচ্যুত হব না।”

আসিফ নজরুল জানান, সংলাপে ভারতের হাইকমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও বাংলাদেশবিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের এমন আচরণের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রশংসা করা হয়েছে এবং ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার ডাকে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “ভারতের প্রচারণার মোকাবিলায় প্রবাসীদের সম্পৃক্ততা, বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা ও আন্তর্জাতিক গণমাধ্যমকে সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।”

সংলাপে গত ১৫ বছরের মধ্যে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশ ও দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি ভারতকে মর্যাদাশীল ও সৎ প্রতিবেশীর মতো আচরণ করার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, “ভারতের বাংলাদেশবিরোধী প্রচারণা মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।”

Nagad

এ সময় আসিফ নজরুল জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বড় পরিসরে সমাবেশ বা নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাবের কথাও তুলে ধরেন। “রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সবাই এক,” বলেন তিনি।