দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারা দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালাচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “গত ৫ আগস্টের পর থেকে দেশে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হওয়ায় কিছু মহল সন্তুষ্ট নয়। তারা চায় বাংলাদেশের অর্জনগুলোকে ধ্বংস করতে এবং নতুনভাবে বিশ্বের কাছে দেশকে তুলে ধরতে। আমাদের একত্র হয়ে এই অপচেষ্টা রুখতে হবে। এটি শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং আমাদের জাতিগত অস্তিত্বের প্রশ্ন।”

ভারতীয় প্রোপাগান্ডার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমরা বারবার তাদের আমন্ত্রণ জানিয়েছি এসে সত্যিটা দেখার। কিন্তু তারা সেখান থেকেই মিথ্যা গল্প তৈরি করছে। আমাদের এখন সারা বিশ্বকে জানাতে হবে যে, আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের অর্জন আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফসল।”

রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবার একত্রিত উদ্যোগেই সমবেত শক্তি তৈরি হয়। তাই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এখন আরও বেশি। আপনাদের সহযোগিতায় আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো।”

এর আগে ড. ইউনূস বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরদিন তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ড. ইউনূসের নেতৃত্বে। এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে।

Nagad

সম্প্রতি ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ড. ইউনূস।