ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯ জন ভর্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৬২৯ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের ২০৪ জনসহ মোট ৬২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতাল থেকে ৭৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪,৩১৪ জন, এর মধ্যে ৯১,৩৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া, ৫০৯ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন আর সিজনাল রোগ নয়, এটি সারা বছরই হচ্ছে। তাই মশা নিধনে কার্যকরী পদক্ষেপ এবং সিটি করপোরেশনের প্রচার-প্রচারণা আরও জোরদার করা প্রয়োজন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনের পাশাপাশি দক্ষ জনবল দিয়ে সঠিক জরিপ চালানো এবং বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

Nagad