কুয়েটে স্টারটেক ফ্রি সার্ভিসিং ক্যাম্প ৬ ডিসেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আসন্ন শুক্রবার (৬ ডিসেম্বর) স্টার টেক লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ফ্রি সার্ভিসিং ক্যাম্প। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ক্যাম্প, যেখানে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের মানসম্পন্ন সার্ভিস প্রদান করা হবে।
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ইলেকট্রনিকস বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেডের খুলনা শাখার আয়োজনে এ ক্যাম্পে স্টারটেকের দক্ষ টেকনিশিয়ানরা প্রযুক্তি পণ্যের ফ্রি সার্ভিস প্রদান করবেন।


স্টার টেকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। তাই প্রযুক্তিপ্রেমীদের দেরি না করে কুয়েট ক্যাম্পাসে এসে এই সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।