হিন্দুরা শেখ হাসিনার শাসনামলের চেয়ে এখন বেশি নিরাপদ: প্রেস সচিব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে হিন্দু সম্প্রদায় বেশি নিরাপদে রয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এখন সুরক্ষিত। শেখ হাসিনার আমলের তুলনায় তারা অনেক বেশি নিরাপদে আছেন। আমরা সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছি।”


ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত কিছু তথ্যকে “অপতথ্য” বলে আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগ থাকলেও কোনো গণমাধ্যম বা প্রবাসী সংগঠন এ নিয়ে কথা বলেনি। এমনকি ব্রিটিশ পার্লামেন্টেও বিষয়টি উত্থাপিত হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করেছি। দুর্গাপূজার মতো উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে এবং ইসকন মন্দিরের সুরক্ষা নিশ্চিতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি।”
প্রেস সচিবের এই মন্তব্য হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।