বাংলাদেশে সন্ত্রাসী হামলার শঙ্কা, ব্রিটিশ নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য
বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির হালনাগাদ ভ্রমণ নির্দেশনায় জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশসহ বিভিন্ন স্থানে হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো অঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


৩ ডিসেম্বর প্রকাশিত ওই সতর্কবার্তায় জানানো হয়, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে, যাদের জীবনধারা বা দৃষ্টিভঙ্গিকে তারা ইসলামবিরোধী মনে করে। এ ছাড়া সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, পুলিশ, এবং নিরাপত্তা বাহিনীকেও লক্ষ্যবস্তু বানানোর ঘটনা মাঝেমধ্যেই ঘটে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষ সম্ভাব্য হামলা ঠেকাতে কাজ করে যাচ্ছে। তবে সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর টহল বৃদ্ধি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
ব্রিটিশ নাগরিকদের সবসময় চারপাশ সম্পর্কে সচেতন থাকতে এবং বড় ধরনের সমাবেশ বা পুলিশের উপস্থিতি থাকা স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
এদিকে, রাঙামাটির সাজেক এলাকায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। আজ (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং পার্শ্ববর্তী এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতায় বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে ব্রিটিশ নির্দেশনায়। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।