এ এস এম হুমায়ুন কবীর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম হুমায়ুন কবীর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, হুমায়ুন কবীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশ পান। তবে তার নিয়োগের প্রজ্ঞাপনে উল্লিখিত হয়েছে যে, এটি অবিলম্বে কার্যকর হবে এবং বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এখন তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে নতুন ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন।