প্রাক্তন প্রেমিককে হত্যা: গ্রেপ্তার নার্গিস ফাখরির বোন আলিয়া
‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউ ইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ নভেম্বর ভোরে আলিয়া এক আবাসিক ভবনে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এতে প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস (৩৫) এবং তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন (৩৩) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় আলিয়া চিৎকার করে বলেন, “তোমরা সবাই আজ মারা যাবে।” এরপর আগুন লাগিয়ে দেন। জেকবস ওই বাড়ির দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। আগুনের খবর পেয়ে এতিয়েন পালানোর চেষ্টা করেন, তবে জেকবসকে বাঁচাতে ফিরে গেলে দু’জনই ধোঁয়া ও অতিরিক্ত তাপে মারা যান।


কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এক প্রেস বিবৃতিতে জানান, “আসামী বিদ্বেষপূর্ণভাবে আগুন লাগিয়ে দুইজনের প্রাণ কেড়ে নিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় তাদের জীবন ভয়ানকভাবে শেষ হয়েছে।”
আলিয়ার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রিতে খুন এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। আদালত ইতোমধ্যে তার রিমান্ড মঞ্জুর করেছেন।
নিউ ইয়র্ক টাইমস জানায়, আলিয়া ও জেকবসের সম্পর্ক বছরখানেক আগে শেষ হয়। কিন্তু আলিয়া বিষয়টি মেনে নিতে পারেননি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি প্রায়ই জেকবসের বাড়ির সামনে গিয়ে অশান্তি করতেন এবং এর আগেও পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে নার্গিস ফাখরি কোনো মন্তব্য না করলেও তাদের মা মেরি ফাখরি বলেন, “আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। সে সবসময় মানুষের সাহায্যে এগিয়ে আসত।” তবে তিনি জানান, সম্প্রতি আলিয়া একটি বিশেষ ড্রাগে আসক্ত হয়েছিলেন, যার পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, নার্গিস ও আলিয়া নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তাদের বাবা মুহাম্মদ ফকিরি পাকিস্তানের নাগরিক এবং মা মেরি ফকিরি চেক প্রজাতন্ত্রের নাগরিক। মেরি নিজে একজন পুলিশ অফিসার ছিলেন।