যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের হামলা, লেবাননে নিহত ১১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

ছবি: আলজাজিরা, ফাইল ছবি

যুদ্ধবিরতির মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়েহতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। খবর আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় হারিসে পাঁচজন এবং তালাউশাহ গ্রামে চারজন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি বাহিনী হামলার বিষয়টি স্বীকার করলেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায় চাপিয়েছে হিজবুল্লাহর ওপর। তাদের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলই প্রথমে তাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রতিক্রিয়ায় তারা অধিকৃত শেবা ফার্ম এলাকার ওয়াচ টাওয়ার লক্ষ্য করে দুটি রকেট ছুড়েছে।

গত ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা কার্যকর হয় ২৭ নভেম্বর থেকে। এই চুক্তির অধীনে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়।

কিন্তু এক সপ্তাহের মধ্যেই এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যস্থতাকারী ফ্রান্স। তাদের অভিযোগ, ইসরায়েল তার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৫২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে বলেছেন, তার বাহিনী চুক্তি লঙ্ঘনের জন্য হিজবুল্লাহকে দায়ী করছে।

Nagad