আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে লাল-সবুজের মেয়েরা ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে, ৭৬ বল হাতে রেখে সহজেই লক্ষ্য পার করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টাইগ্রেসরা আসন্ন ভারত বিশ্বকাপে খেলার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিল।

সফরকারী আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে। দলীয় ৯ রানে সুলতানা খাতুনের বলে বোল্ড হয়ে ফেরেন সারাহ। অধিনায়ক গ্যাবি লুইসের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দল কিছুটা ঘুরে দাঁড়ালেও ৫২ রান করে আউট হন তিনি। মিডল অর্ডারে ওরলা প্রেন্ডারগাস্ট ও আর্লেন কেলি রান করার চেষ্টা করেন, তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান, সুলতানা খাতুন, এবং স্বর্ণা আক্তার দারুণ বোলিং করেন। আয়ারল্যান্ড অলআউট হয় ১৮৬ রানে।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মুর্শিদা খাতুন দ্রুত আউট হলেও শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক জুটি গড়ে তোলেন ১৫৬ রানের বড় পার্টনারশিপ। শারমিন ৮৮ বলে ৭২ রান করেন, আর ফারজানা করেন ৬১ রান।

শেষদিকে নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ১৮ রানের ক্যামিওতে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

Nagad

এই সিরিজ বাংলাদেশের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বকাপের কোয়ালিফাই করতে হলে আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশকে বাকি ৩ ম্যাচেও জয় পেতে হবে। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচগুলোর আগে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা টাইগ্রেসদের জন্য বড় আত্মবিশ্বাস জোগাবে।

এই জয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল প্রমাণ করল, তারা ঘরের মাঠে কেবল ফেভারিটই নয়, নিজেদের শক্তিও ধরে রাখতে জানে।