আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলায় ক্ষুব্ধ ঢাকা, তদন্তের আহ্বান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ভাঙচুর এবং মিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং হাইকমিশনের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার মাধ্যমে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনার তদন্ত ও বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিৃবতি দিয়েছে।

Nagad