অস্ত্র ও শুল্ক মামলায় ছেলেকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট বাইডেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

অস্ত্র ও শুল্ক মামলায় দোষী সাব্যস্ত হওয়া ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২ ডিসেম্বর) বিবিসি জানায়, ছেলের ওপর অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে দাবি করে রোববার (১ ডিসেম্বর) বাইডেন এই ক্ষমা ঘোষণা করেন।

এর আগে প্রেসিডেন্ট হওয়ার পর বিচার বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। তবে ছেলের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি। ১৯৬৬ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় নেইলি হান্টারের। এই দম্পতির দুই ছেলে বিউ বাইডেন ও হান্টার বাইডেন এবং মেয়ে নাওমি বাইডেন। ১৯৭২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেইলি হান্টার ও নাওমি বাইডেন নিহত হন। ২০১৫ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বাইডেন-নেইলির বড় সন্তান বিউ বাইডেনও। নেইলি হান্টারের মৃত্যুর ৫ বছর পর বর্তমান স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল ট্রেসি জ্যাকব বাইডেনকে বিয়ে করেন জো বাইডেন। এই দম্পতির একমাত্র মেয়ের নাম অ্যাশলে বাইডেন। আইনশাস্ত্রে ডিগ্রি নেওয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যাবসায় নিয়োজিত ছিলেন।