ঢাকার রাস্তায় জুমার নামাজ আদায় আতিফ আসলামের, ছবি ভাইরাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

বিশ্বখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ঢাকায় তার সরল আচরণে মুগ্ধ করেছেন সবাইকে। শুক্রবার (২৯ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে পারফর্ম করার আগে জুমার নামাজ আদায় করতে রাস্তায় মুসল্লিদের সঙ্গে যোগ দেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে জায়নামাজে বসে আছেন আতিফ। সাধারণ পরিবেশে নামাজ আদায়ের এ দৃশ্য প্রশংসিত হয়েছে নেটিজেনদের মধ্যে।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, খিলক্ষেতের আশেপাশের কোনো মসজিদে তিনি নামাজ পড়েন।

কনসার্টে চুক্তির চেয়ে বেশি সময় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন আতিফ। বাংলাদেশকে তিনি তার দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেন।