সৌদিতে পলাতক কর্মীদের বৈধ হওয়ার সুযোগ, সময় জানুয়ারি পর্যন্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য সুখবর। কফিল (স্পনসর) থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মী (হুরুব) হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিরা ২০২৫ সালের ২৯ জানুয়ারির মধ্যে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানান, ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী হুরুবপ্রাপ্ত, তারা ২০২৫ সালের জানুয়ারির মধ্যে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। সৌদি সরকারের নির্ধারিত পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

দূতাবাস জানিয়েছে, বৈধ হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দিতে হবে। প্রবাসীরা চাইলে দূতাবাসের সহায়তা নিয়ে দ্রুত এ সুযোগ কাজে লাগাতে পারেন।