বাংলাদেশে দ্রুততম বাইক সুজুকি জিক্সার ২৫০ সিরিজ উন্মোচন
মটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সুজুকি বাংলাদেশ। রবিবার (১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে আলোকি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে সুজুকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, উন্নত ফুয়েল ইনজেকশন (FI) প্রযুক্তি এবং ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমসহ এসব বাইক শক্তিশালী পারফর্ম্যান্স ও নিরাপত্তা নিশ্চিত করে। জিক্সার ২৫০-এর দাম ৩,৯৯,৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪,৪৯,৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাইকগুলো উন্নত আরাম ও রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে সুজুকি জিক্সার ২৫০ সিরিজ উন্মোচন: মটোজিপি-অনুপ্রাণিত দ্রুততম বাইক
অনুষ্ঠানে সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন র্যানকনের জিএমডি রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, সিওও এ কে এম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।
সুজুকি জিক্সার ২৫০ সিরিজ
জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ অত্যাধুনিক ২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন এবং উন্নত ফুয়েল ইনজেকশন (FI) প্রযুক্তি ব্যবহার করে, যা সর্বোচ্চ পারফর্ম্যান্স এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। উচ্চ তাপ সহ্যশক্তি নিশ্চিত করতে সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) ব্যবহার করা হয়েছে।
বাইকগুলোতে ৬-স্পিড গিয়ারবক্স এবং ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে, যা বিভিন্ন রাস্তায় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করে। এলইডি হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরামদায়ক স্প্লিট সিটের মতো ফিচারগুলো উভয় মডেলেই যুক্ত।
রঙ ও মূল্য:
জিক্সার ২৫০: ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু রঙে পাওয়া যাবে, মূল্য ৩,৯৯,৯৫০ টাকা। জিক্সার এসএফ ২৫০: ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, মটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশনে পাওয়া যাবে, মূল্য ৪,৪৯,৯৫০ টাকা।
সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, “মটোজিপি ঐতিহ্যের ভিত্তিতে তৈরি এই বাইক সিরিজ বাংলাদেশের ২৫০ সিসি বাজারে নতুন অধ্যায় সূচনা করেছে।”
সুজুকি বাংলাদেশের সিওও এ কে এম তৌহিদুর রহমান বলেন, “এই বাইকগুলো নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রাইডারদের জন্য রোমাঞ্চকর এবং নিয়ন্ত্রিত অভিজ্ঞতা নিশ্চিত করবে।”
সুজুকি বাংলাদেশ উন্নত আফটার-সেলস সেবা এবং প্রশিক্ষিত টেকনিশিয়ানদের মাধ্যমে বাইকের সর্বোচ্চ পারফর্ম্যান্স নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
আগামী ৩ ডিসেম্বর থেকে বাংলাদেশের সব সুজুকির আউটলেটে মোটরসাইকেল দুটি পাওয়া যাবে। ওই দিন-প্রি-বুকিং দিতে হবে এবং এ মাসেই গ্রাহকদের মোটরসাইকেল ডেলিভারি দেওয়া হবে।