এআইইউবি’র মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের বর্ণাঢ্য অনুষ্ঠান
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশেন (এমএমসি) বিভাগ গত ২৫ নভম্বের ‘হারমোনাইজিং কালর্চাস: লাইভ, লাভ অ্যান্ড ফ্লারিশ’ র্শীষক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। মূলত নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং স্নাতক শিক্ষার্থীদের বিদায় জানানোর উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপার্চায প্রফেসর ড. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে সাংবাদিকতা ও যোগাযোগের ক্ষেত্রে সংস্কৃতি এবং শিল্পের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গঠনমূলক সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার পরার্মশ দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র র্বোড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবদেীন এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিস শানয়িা মাহিয়া আবেদীন। এছাড়া, ফ্যাকাল্টি অব র্আটস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা এজেএম শফিউল আলম ভূঁইয়া, বিভাগের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মিস শানিয়া মাহিয়া আবেদীন তার বক্তব্যে বিভাগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের প্রশংসা করেন। প্রফসের ড. তাজুল ইসলাম মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের ক্রমর্বধমান সাফল্যের কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের প্রতিবারের ইতিবাচক প্রতিক্রিয়া বিভাগের সাফল্যের মাইলফলক।
স্নাতক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এজেএম শফিউল আলম ভূঁইয়া তাদের ভবিষ্যতের সফলতার জন্য শুভকামনা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সর্বদা সর্ম্পক বজায় রাখার পরার্মশ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমএমসি বিভাগের সমন্বয়ক আফরোজা সুলতানা।
অনুষ্ঠানের শেষ অংশে এআইইউবি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।