আন্দোলনের হত্যা মামলা, সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্লবীতে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুন (৭০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


১৯ জুলাই পল্লবীর মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় আকরাম খান রাব্বি নিহত হন। এ ঘটনায় ভিকটিমের বাবা ফারুক খানের অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট হত্যা মামলা দায়ের হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর সাফিয়া খাতুনকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।