জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা
জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “জানুয়ারিতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। যদিও উৎসব আয়োজন সম্ভব হবে না, তবে বই বিতরণের প্রক্রিয়া সঠিকভাবে চলছে।”
রোববার (১ ডিসেম্বর) রংপুর পিটিআই-তে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


পাঠ্যক্রম নিয়ে তিনি বলেন, “তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সিলেবাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের প্রতিফলন গল্প ও ছবির মাধ্যমে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।”
আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি ভৌত অবকাঠামোর অনেকটা উন্নত হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের ইন জেনারেলের মান অনেক বেড়েছে। যদিও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয় ২০১৩ সালে, সেইক্ষেত্রে শিক্ষকরা আগে নিয়োগ পেয়েছে। কিন্তু তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি স্কুলে। সেক্ষেত্রে মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমাদের নিজস্ব ট্রেনিং চালু আছে, ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে তাহলে নিজেকে ট্রেইন করে নিয়ে পারফরমেন্স ভালো করার সুযোগ রয়েছে।’