মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

উত্তর থেকে আসা হিমেল বাতাসে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দিন এটি ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে, শীতের তীব্রতাও বাড়বে।

কনকনে শীতের কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। জেলা সদর হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব রোগীদের চিকিৎসা চলছে।