আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের কোতোয়ালি থানায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে নিহতের বাবা জামাল উদ্দিন থানায় এজাহার জমা দেন, যা শনিবার ভোরে মামলা হিসেবে রেকর্ড হয়।
মামলায় ৩১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন চন্দন, শুভ কান্তি দাস, রনব, বিধান, গগন দাস, ওমকার দাস, বিশাল, সোহেল দাস, শিব কুমার, রাজীব ভট্টাচার্য প্রমুখ। শুভ কান্তি দাস বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। ঘটনায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে। অন্য আসামিরা চট্টগ্রামের পাথরঘাটা ও বান্ডেল রোড এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ওইদিন কর্মস্থল আদালত পাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময় অনুসারীরা।