আমিরাতের কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৭৫ বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কারাগারে আটক থাকা আরও ৭৫ বাংলাদেশি মুক্তি পেয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) মুক্তিপ্রাপ্তদের আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে এই বন্দিদের মুক্তি সম্ভব হয়েছে।


জানা গেছে, ক্ষমতাচ্যুত সরকারের সময়ে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করায় এসব প্রবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল।
শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন এই বন্দিদের মুক্তিকে বিশেষ অগ্রাধিকার দেয়। তার ব্যক্তিগত উদ্যোগে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা সফল হয়।
এরই ধারাবাহিকতায় ১৮৮ জন বন্দির মধ্যে ১১৩ জন ইতোমধ্যে দেশে ফিরেছেন। বাকি ৭৫ জন শিগগিরই স্বদেশের মাটিতে পা রাখবেন বলে জানা গেছে।