আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে সহায়তা দিতে গঠিত কোটি টাকার ফান্ড

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

ইসকনের অনুসারীদের হামলায় শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে সহায়তা জানাতে একটি কোটি টাকার ফান্ড গঠন করা হচ্ছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের তত্ত্বাবধানে শামসুল হক ফাউন্ডেশন এ ফান্ড সংগ্রহের কাজ করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত ও মোনাজাতের পর এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা। তিনি জানান, সাইফুল ইসলাম আলিফ একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী ছিলেন, যিনি আইন, মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে দেশকে অনেক কিছু দিতে পারতেন।

ড. হোসেন বলেন, সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদেরকে আইনানুগ শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত করছে, তবে এর বিরুদ্ধে দেশের জনগণকে সচেতন থাকতে হবে।

এ সময় শহীদ সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ধর্ম উপদেষ্টা। শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক এবং আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়।