৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে সতর্ক করল ইউজিসি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের ৮টি অনুমোদনহীন বা সমস্যাগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, নাম-সর্বস্ব বা অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতে আইনগত জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

সতর্ক করা ৮ বিশ্ববিদ্যালয় হলো: ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ঢাকা)
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি।

ইউজিসি জানিয়েছে, বর্তমানে অনুমোদিত ১১৫টির মধ্যে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠানে মামলা ও প্রশাসনিক জটিলতা বিদ্যমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদনহীন প্রোগ্রাম বা অতিরিক্ত আসনে ভর্তি হলে সনদ বাতিলসহ শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়তে পারেন। এসব ক্ষেত্রে ইউজিসি কোনো দায় নেবে না। শিক্ষার্থীদের ইউজিসির ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Nagad