ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে দেশের সব রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমাদের দায়িত্ব। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ ভাষা আন্দোলন থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছে। স্বাধীনতার পরও আমরা গণতন্ত্রের ওপর বারবার আঘাতের শিকার হয়েছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহাম্মাদ আজম খান। উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Nagad