বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের দায় নেবে না ইসকন
ইন্টারন্যাশনাল কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জানিয়ে দিয়েছে, সংগঠনটি বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কাজের দায় নেবে না। সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড এবং তার বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এবং এর জন্য ইসকন কোনোভাবে দায়ী নয়। তিনি আরও বলেন, চিন্ময়ের কর্মকাণ্ডের বিষয়ে ভারতের কোনো মন্তব্য কিংবা পদক্ষেপের সঙ্গেও ইসকনের কোনো সম্পর্ক নেই।


চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী অভিযোগ করেন, চট্টগ্রাম আইনজীবী হত্যাকাণ্ড এবং সড়ক দুর্ঘটনায় ইসকনকে অবাঞ্ছিতভাবে জড়ানো হচ্ছে, যা সঠিক নয়। তিনি জানান, অনেক আগে চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে, যার মধ্যে শিশুর সঙ্গে খারাপ আচরণসহ আরও অনেক বিতর্ক ছিল।
উল্লেখ্য, গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর পর, আদালতে পাঠানোর পথে তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, যেখানে এক আইনজীবী নিহত হন।