সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মকর্তা-কর্মচারীদের
নয় দফা দাবিতে আগামী বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মহাসমাবেশের আয়োজন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক কর্মসূচিতে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে এ মহাসমাবেশের ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. বাদিউল কবীর।
মহাসমাবেশের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বাদিউল কবীর বলেন, “আমরা দাবির বাস্তবায়নের জন্য মাঠে আছি এবং গড়িমসি না করে দ্রুত আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন যে, একজন যুগ্ম সচিবের অপসারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।


মহাসমাবেশে কর্মকর্তারা তাদের নয় দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে:
১-পতিত স্বৈরাচারের আমলে আরোপিত আদেশ প্রত্যাহার এবং ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদান।
২-জাতীয় পে-কমিশন গঠন, বেতন বৈষম্য দূরীকরণ এবং ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড নির্ধারণ।
৩-পূর্ণাঙ্গ পে-কমিশন বাস্তবায়নের আগে ৫০% মহার্ঘ ভাতা এবং অফিস সহায়কদের বেতন গ্রেড উন্নীতকরণ।
৪-১০০% পেনশন গ্রাচুইটি প্রথা পুনঃপ্রবর্তন।
৫-চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ।
৬-সচিবালয়ের কর্মচারীদের জন্য যুক্তিসঙ্গত পদনাম প্রদান এবং পদোন্নতিতে ন্যায্যতার নিশ্চয়তা।
এসময়, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, সিনিয়র নেতা মাহে আলম, সোহরাব হোসেন, অর্থ বিভাগের প্রতিনিধি নুরুজ্জামান, জনপ্রশাসনের প্রতিনিধি আরিফ হোসেন ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।