বানারীপাড়ায় ভুয়া ডাক্তার আটক, কোটি টাকার প্রতারণার অভিযোগ

বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি:বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে ভুয়া ইউনানি ডাক্তার পরিমল চন্দ্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে স্থানীয়রা তাকে কথিত চেম্বারে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন।

বানারীপাড়া থানা পুলিশের এসআই মো. জাহিদুল ইসলাম ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পরিমল চন্দ্রকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল চন্দ্র নিজেকে “মেডিকেয়ার ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার” পরিচয় দিলেও সনদ যাচাইয়ে তা ভুয়া প্রমাণিত হয়।

পরিমল চন্দ্র পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের বাসিন্দা। তার সহযোগী প্রতারক হুমায়ুন কবির বরিশালের কাউনিয়া থানার শায়েস্তাবাদ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, তারা চাকরি দেওয়ার নামে এবং চিকিৎসার ভুয়া ক্যাম্পের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

পুলিশ জানায়, চেম্বারের কর্মচারীদের বেতন না দেওয়াসহ তাদের কাছ থেকেও চাকরির নামে টাকা নিয়েছেন পরিমল। ভুক্তভোগীদের ভাষ্যমতে, হুমায়ুন ও পরিমল মিলে বিভিন্ন এলাকায় ভুয়া চিকিৎসা ও চাকরির ফাঁদ পেতে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি নারীদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের সন্দেহও উঠেছে।

এ ঘটনায় বানারীপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. মোস্তফা জানান, পরিমল চন্দ্রকে বুধবার বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। হুমায়ুন কবিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Nagad