১০ জনের দল নিয়ে বায়ার্নের কাছে পিএসজির হার
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের পরাজয় বরণ করেছে পিএসজি। ম্যাচের জয়সূচক গোলটি করেন কিম মিন-জে।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বায়ার্ন। ৩৮ মিনিটে কর্নার থেকে গোলরক্ষকের ভুলে হেডে বল জালে পাঠান দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম।


৫৬তম মিনিটে পিএসজির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। আলফুঁস ডেভিসকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন উসমান ডেম্বেলে। এরপর পিএসজি ১০ জনের দল নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠেছে বায়ার্ন। অন্যদিকে, মাত্র ৪ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে নেমে গেছে পিএসজি।