ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ৯৯০ জন ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন, যা এ বছর মোট আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৭১৫-এ নিয়ে গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশনের ৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনের ২ জন এবং বরিশাল বিভাগের ৩ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের ১ জন ও চট্টগ্রাম বিভাগের ১ জন মারা গেছেন।
নতুন ভর্তি হওয়া ৯৯০ রোগীর মধ্যে ঢাকার উত্তরে ১৮৩ জন, দক্ষিণে ১৪৩ জন এবং ঢাকার বাইরে ২৩৪ জন। বরিশালে ৮১, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৪৬, রাজশাহীতে ৫৯, ময়মনসিংহে ৩৮, রংপুরে ২ এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। মারা যাওয়া ৪৭১ জনের মধ্যে ৫১.৪% নারী এবং ৪৮.৬% পুরুষ।
গত কয়েক বছরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ২০২৩ সালে জুন থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গত বছর এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে এক লাখ ৭০৫ জন মারা যান, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। এরপর ২০২১ ও ২০২২ সালে রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২৮ হাজার ৪২৯ ও ৬২ হাজার ৩৮২।