বাংলাদেশে ৬৫ লাখ মানুষ ভুগছে সিওপিডিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

দেশে ৬৫ লাখ মানুষ দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছে। বিশ্বজুড়ে ৩৮৪ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত, যার মধ্যে বাংলাদেশে এই সংখ্যা উল্লেখযোগ্য। প্রতি বছর সিওপিডির কারণে বিশ্বে ৩০ লাখ মানুষ মারা যায়, যা মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।

বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

বক্ষরোগ বিশেষজ্ঞ ডা. এ. কে. এম ফাহমিদ নোমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে সিওপিডি তুলনামূলকভাবে বেশি প্রকট। ধূমপান, পরিবেশ দূষণ, ও কলকারখানার রাসায়নিক বর্জ্য এ রোগের মূল কারণ।

সেমিনারের সভাপতি ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, বাংলাদেশে ধূমপান, বায়ু দূষণ এবং অভ্যন্তরীণ ধোঁয়া সিওপিডি বৃদ্ধির জন্য দায়ী। নগরায়ন ও পরিবেশ দূষণের ফলে এ রোগের ঝুঁকি বাড়ছে। তিনি সবাইকে ফুসফুস ভালো রাখতে সচেতন হওয়ার পাশাপাশি গাছ লাগানো ও ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. গোলাম সারোয়ার বিদ্যুৎ ও ডা. মো. জিয়া উল করিম।

Nagad