আগামী ২১ ডিসেম্বর এআইইউবিতে জব ফেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আগামী ২১ ডিসেম্বর শনিবার জব ফেয়ার ২০২৪ আয়োজন করছে। এটি শুধুমাত্র এআইইউবির বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।

জানা গেছে-বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে তাদের কর্মরত প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে। প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের জন্য এআইইউবি প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের (ওপিএ) সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা ইমেইল: [email protected], মোবাইল: ০১৮৪৪১১৫০০৭।

এআইইউবি কর্তৃপক্ষ আগ্রহীদের দিনটি ক্যালেন্ডারে চিহ্নিত রাখার অনুরোধ জানিয়েছে। অনুষ্ঠানটি সফল করতে সবার উপস্থিতি প্রত্যাশা করেছে।