ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার শাহবাগ, মৎস্য ভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে, চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ পদক্ষেপটি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে নেয়া হয়েছে। ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।