হামলা-ভাঙচুরে ৭০ কোটি টাকার ক্ষতি, মামলা করবে মোল্লা কলেজ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ কোটি টাকা বলে দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন বলেন, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি অভিযোগ করেছেন, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উসকানিতে এই হামলা ও ভাঙচুর ঘটেছে। বর্তমানে কলেজে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। এসময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।