সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা জমা
বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে এ প্রস্তাবনা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবে রাজনৈতিক চরিত্র পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, পরপর দুইবারের বেশি ক্ষমতায় থাকা নিষিদ্ধকরণ, উচ্চকক্ষ গঠন, উপ-প্রধানমন্ত্রীর পদ প্রবর্তন, এবং আইন ও বিচার বিভাগের ভারসাম্য রক্ষার সুপারিশ করা হয়েছে।


তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক চেতনাকে ভিত্তি করে একনায়কতন্ত্র প্রতিরোধে এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে।
সালাউদ্দিন আরও বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গা প্রস্তাবনা দিয়েছি, যেন রাষ্ট্রে ভারসাম্য সৃষ্টি হয়।