রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবি সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির সূত্র ধরে গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা জাতীয় পতাকা উত্তোলন করে। পরবর্তীতে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে একটি সমাবেশ শেষে আসামিরা জাতীয় পতাকার স্থানে গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করে।

মামলার প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের একটি ভিডিও বিবৃতি প্রকাশিত হয়। এতে তিনি এ মামলা সনাতনীদের ৮ দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। চিন্ময় কৃষ্ণকে আদালতে আনার পূর্বে পুরো আদালত ভবনে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এর মধ্যে আদালত চত্বরে বিপুল সংখ্যক সনাতনী জাগরণ সংঘের অনুসারীরা সমবেত হয়েছেন।

Nagad