অ্যান্টিগা টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বড় হারের মুখে বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করলেও, প্রথম ইনিংসে ১৮১ রানের ঘাটতি পুষিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ক্যারিবীয় বোলারদের সামনে একের পর এক উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষে ৭ উইকেটে ১০৯ রানে দিন শেষ করেছে টাইগাররা।
জয়ের জন্য এখনও ২২৫ রান প্রয়োজন। উইকেটে আছেন জাকের আলী (১৫) ও হাসান মাহমুদ (০)। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে বড় হারের মুখে দাঁড়িয়ে দল।


ইনিংসের শুরুতেই ওপেনার জাকির হাসান (০) ও মাহমুদুল হাসান জয় (২) দ্রুত বিদায় নেন। মুমিনুল হক (১১), শাহাদাত দিপু (৪), লিটন দাস (২২) ও মেহেদী হাসান মিরাজের (৪৫) ইনিংসগুলোও বাংলাদেশকে প্রতিরোধ গড়তে পারেনি।
এর আগে দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১৮১ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং (৬/৪৬) তোপে ১৫২ রানে গুটিয়ে যায়।