চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার: সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ ও মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ডিবি পুলিশ তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় নারায়ণগঞ্জের চাষাঢ়া, কুড়িগ্রাম ও খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা চিন্ময়ের মুক্তির দাবি জানিয়ে সতর্ক করেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, “বিনা অপরাধে গ্রেপ্তার মেনে নেওয়া হবে না।” এদিকে পুলিশ জানিয়েছে, শহরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনায় বিক্ষোভকারীরা মঙ্গলবার শিববাড়ী মোড়ে গণজমায়েত ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন।