তাসকিনের বিধ্বংসী বোলিং: অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তার ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকার টাইগারদের দিয়েছে ৩৩৪ রানের জয়ের লক্ষ্য।

দিনের শুরুতে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর বোলারদের আক্রমণাত্মক পারফরম্যান্সে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তাসকিন প্রথম সেশনে ২টি ও দ্বিতীয় সেশনে ৪টি উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান।

মিরাজ ও শরিফুল নেন ২টি করে উইকেট, তাইজুলের শিকার ১। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়েও ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

৩৩৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

ম্যাচ শেষে ১৪.১ ওভার বল করে একটি মেডেন নেন তাসকিন। ৬৪ রান দিয়ে নিলেন ৬ উইকেট। এর আগে টেস্টের এক ইনিংসে তাসকিনের সেরা বোলিং ছিল ৩৭ রানে ৪ উইকেট। এবার একাই নিয়ে নিলেন ৬ উইকেট। ক্যারিয়ারে এখনো পর্যন্ত ১৬তম টেস্ট খেলছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৪২টি।

Nagad