যাত্রাবাড়ী-ডেমরায় শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ‘মেগা মানডে’ কর্মসূচির অংশ হিসেবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ব্যাপক ভাঙচুর হয়। দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শত শত শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালান।

সেখানে মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম থাকায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

এর আগে, ‘ভুল চিকিৎসায়’ ডিএমআরসির শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজসহ একাধিক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ তারা পাল্টা হামলা চালায়।

সংঘর্ষে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Nagad