ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়, যেখানে চেম্বার আদালতে শুনানি হতে পারে।

এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে নির্দেশ দেয় এবং নিষ্ক্রিয়তার ব্যাখ্যা জানতে রুল জারি করে। রিটটি করেছিলেন প্যাডেলচালিত রিকশা মালিকদের সংগঠন। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করার প্রস্তুতির কথা রোববার জানিয়েছিল।

প্রসঙ্গত-এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেন আদালত।