আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও থেমে নেই: রিজভী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে সনাতন ধর্মাবলম্বী একটি পরিবারের ওপর হামলার ঘটনায় তাদের প্রতি সহমর্মিতা জানাতে আজ রোববার(২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরিবারটির সঙ্গে সাক্ষাতের পর রিজভী বলেন, “আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও থেমে নেই। তারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।”

এসময় তিনি নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, “অতীতে আমরা ভোটকেন্দ্রে অপ্রত্যাশিত দৃশ্য দেখেছি। জনগণ আর সেই ধরনের নির্বাচন দেখতে চায় না। নির্বাচন কমিশনকে জনগণের আস্থা ফেরাতে কাজ করতে হবে।”

সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মাহবুবুল ইসলাম এবং নাটোর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।