নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র আরও বাড়বে। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপিই প্রথম ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে সংসদে বসেই কাজ করতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের আচরণ হতে হবে জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Nagad