গুমে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বের কোথাও গুমে জড়িতরা পার পায়নি, বাংলাদেশেও পাবে না। সবার বিচার নিশ্চিত করা হবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত ‘গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক।

শফিকুল আলম বলেন, “গুম-খুন শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে খুনের এন্টারপ্রাইজে পরিণত করেছিল। গুমের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজার হতে পারে বলে কমিশন ধারণা করছে। গুমের বিচার ও বিলোপ আমাদের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রয়েছে।”

গুমের শিকার পরিবারগুলোর কষ্টের কথা তুলে ধরে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেন, “গুমের মধ্য দিয়ে শেখ হাসিনা সবচেয়ে বেশি ঘৃণা অর্জন করেছেন।”

গুম হওয়া স্বামীর ঘটনা উল্লেখ করে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির বলেন, “সরকার শুধু গুম করেনি, গুমের পর বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুমে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে।”

আলোচনা সভায় গুম আইনের দাবি জানানোর পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি ও অনলাইনে যুক্ত ছিলেন ডা. শামারুহ মির্জা।

Nagad