রমজানে পণ্যের সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। সংগৃহীত ছবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় তিনি বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরি করেছে এবং নিত্যপণ্যের শুল্ক হ্রাসসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে। ব্যবসায়ীরা তাদের দায়িত্ব পালনে এগিয়ে এলে রমজানে বাজারে পণ্যের সরবরাহ সুশৃঙ্খল রাখা সম্ভব হবে।”

ব্যবসায়ী নেতারা খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ, ওজন স্কেল স্থাপন এবং সহজ শর্তে ব্যাংক ঋণের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং ব্যবসায়ী নেতারা।

Nagad